উন্নয়নশীল দেশের রিজার্ভ যুদ্ধকালীন সময়ে ৩৭৯ বিলিয়ন ডলার কমেছে

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ১৯:৪৬

মার্কিন ডলারের মান ক্রমে বাড়তে থাকায়, উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন সক্ষমতায় বড় ঘাটতি তৈরি হয়েছে। 


ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান ধরে রাখার চেষ্টায়– এসব দেশের আর্থিক নীতিনির্ধারকদের প্রতি সপ্তাহে প্রায় ২০০ কোটি ডলার বিক্রি করতে হচ্ছে (আসলে- মুদ্রাবাজারে সরবরাহ করতে হচ্ছে)। অথচ সংকটকালেই সবচেয়ে দরকারি ফরেক্স মজুদ—কিন্তু, গুরুতর অর্থনৈতিক সংকট থামানোর চেষ্টায় চলতি বছরে যা কমেছে ৩৭৯ বিলিয়ন ডলার। 


এসব প্রচেষ্টা ডলারের মানকে উপরের দিকে চালিত করা অনুঘটকগুলি কতোটা শক্তিশালী এবং উন্নয়নশীল দেশের জন্য বর্তমান সময় কতোটা দুর্দশার–তারই চিহ্ন। বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীল এসব দেশের আর্থিক খাতের দুর্বলতাও তাতে প্রকাশ পেয়েছে। আর্থিক কর্তৃপক্ষের আলোচিত চেষ্টাগুলিও তাদের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে পারছে না।


এই অবস্থা, আফ্রিকার ঘানা থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার চিলি অথবা এশিয়ার পাকিস্তান সর্বত্র। উন্নয়শীল দেশগুলির মুদ্রার মান ডলারের বিপরীতে রেকর্ড নিম্ন অবস্থানে নামছে মুদ্রাবাজারে, যা হাওয়া দিচ্ছে মূল্যস্ফীতির আগুনকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us