মুশফিক কিপিংয়ে থাকলে ‘সহজ হয়ে যাবে’ সাকিবের জীবন

প্রথম আলো প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ২১:০৫

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাত্র একটি, আফগানিস্তানের বিপক্ষে গত মার্চে। মাহমুদউল্লাহ অবশ্য শেষ জিম্বাবুয়ে সফরের আগেও ছিলেন অধিনায়ক। সে সফরে শেষ পর্যন্ত একটি ম্যাচ খেললেও অধিনায়কত্ব করেননি। এশিয়া কাপের দলে ফিরেছেন মুশফিক, নেতৃত্ব হারালেও আছেন মাহমুদউল্লাহ।


দুজন অভিজ্ঞ ক্রিকেটারকেই ‘সিস্টেমের’ গুরুত্বপূর্ণ অংশ মনে করছেন সাকিব। আর মুশফিকের উইকেটকিপিং প্রসঙ্গে বলছেন, উইকেটের পেছনে মুশফিক থাকলে ‘জীবনটা অনেক সহজ হয়ে যাবে’ তাঁর।


মুশফিক টি-টোয়েন্টিতে সর্বশেষ কিপিং করেছেন ২০২০ সালের মার্চে। টেস্টের মতো এ সংস্করণেও গ্লাভস সামলানোর দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে কিপিং করা লিটন দাস চোটের কারণে দলে নেই, অনিশ্চিত জিম্বাবুয়ে সফরে আঙুল ভেঙে ফেলা নুরুলও। দলে উইকেটকিপিং করার মতো আছেন দুজন—এনামুল হক ও মুশফিক।

তবে কিপিংয়ের কারণে বরাবরই আলোচনায় থাকা মুশফিককেই এশিয়া কাপে উইকেটের পেছনে চান, আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন সাকিব। আজ তিনি বলছিলেন, ‘উইকেটকিপিং উনি করলে আমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে, টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। যেটা হয়, ফিল্ডিংয়ের অ্যাঙ্গেলগুলো উনি খুব সহজে বদলাতে পারেন। আমার কাছে শোনারও দরকার নাই। আমার জীবনটা অনেক সহজ হয়ে যায়। আমি অন্য একটা-দুটো বিষয় নিয়ে চিন্তা করতে পারব। কারণ, আমার পক্ষে ১১টা খেলোয়াড় সব সময় দেখা সম্ভব না। একমাত্র কিপারই আছে, যে এটা ভালো দেখতে পারে। ওনার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে এগুলো সহজ হয়ে যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us