ফিফার নির্বাসনের পর এক সপ্তাহও কাটেনি। এর মধ্যেই বিরাট স্বস্তি পেল ভারতের ক্লাবগুলি। বিদেশি ফুটবলারকে সই করাতে কোনও বাধা থাকল না তাদের। তবে আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে ক্লাব বা জাতীয় দলের উপর নিষেধাজ্ঞা বহালই থাকছে। এই সিদ্ধান্তে খুশি হতে পারে ইমামি ইস্টবেঙ্গল। তাদের এশীয় কোটার বিদেশি সই করানো এখনও বাকি।
তবে ক্লাবের দাবি, যাঁরা শহরে এসেছেন এবং যাঁর আসা বাকি, সবাই নথিভুক্ত হয়ে গিয়েছেন।ফিফার মুখপাত্র এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, নির্বাসনের প্রভাব সরাসরি কোনও ফুটবলারের উপর পড়ছে না। কারণ, ফুটবলার নথিভুক্তির উপরে কোনও নির্বাসন জারি করেনি ফিফা। সে রকম হলে, লিখিত আকারে তা জানিয়ে দেওয়া হত। কিন্তু ফিফার নির্দেশে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের কথাই বলা হয়েছে।