বুকে ব্যথা-ডায়রিয়াসহ যেসব লক্ষণ দেখা দিচ্ছে নতুন করোনা রোগীদের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ০৮:৫৪

করোনার ওমিক্রন ভেরিয়েন্ট ও এর কিছু সাব ভেরিয়েন্ট বর্তমানে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন স্থানে। করোনা রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে।


বিশেষজ্ঞরা এখন সাধারণত রিপোর্ট করা উপসর্গগুলো ছাড়াও লক্ষ্য করেছেনবেশ কিছু রোগী ডায়রিয়া, কম প্রস্রাব, বুকে ব্যথাসহ অনির্দিষ্ট বিভিন্ন লক্ষণে ভুগছে। এক্ষেত্রে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই বুকে ব্যথা হার্ট অ্যাটাকের ঝুঁকির লক্ষণ হতে পারে।


ভারতের অক্ষয় আকাশ হেলথকেয়ারের সিনিয়র কনসালটেন্ট বুধরাজা জানান, ‘কোভিড পজিটিভ রোগীদের মধ্যে তীব্র করোনারি সিনড্রোম, মায়োকার্ডিয়াল ইনফার্কশন (হার্ট অ্যাটাক) এর সংখ্যা বাড়ছে। এমন রোগী আছে যারা বুকে ব্যথা, প্রস্রাবের আউটপুট কমে যাওয়া, ডায়রিয়ার মতো অনির্দিষ্ট লক্ষণে ভুগছেন।’


অন্যান্য বর্তমান কোভিড উপসর্গ কী কী?


>> অস্থিরতা
>> চরম দুর্বলতা
>> গন্ধ ও স্বাদ না পাওয়া
>> জ্বর বা ঠান্ডা লাগা
>> কাশি
>> শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হওয়া
>> ক্লান্তি
>> পেশি বা শরীরে ব্যথা
>> মাথাব্যথা
>> গলা ব্যথা
>> সর্দি
>> বমি বমি ভাব বা বমি হওয়া

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us