বরিশালের রপ্তানিকারক প্রতিষ্ঠান ফরচুন ফুটওয়্যার লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে ১ নম্বর কারখানার দ্বিতীয় তলার স্টোর রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশালের উপপরিচালক মিজানুর রহমান জানান।
ওই কারখানার মার্কেটিং বিভাগে কর্মরত মো. হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় আমি কারখানার ১ নম্বর ভবনের অফিস কক্ষে ছিলাম। কারখানার দ্বিতীয় তলার ফিনিসিং স্টোর রুমে অগ্নিকাণ্ড হয়েছে। কী করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানি না। আমরা দ্রুত নিচে নেমে এসেছি।”
ফরচুন ফুটওয়্যার লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিএমডি) নুরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সাপ্তাহিক ছুটির দিন। কিন্তু শিপমেন্ট থাকায় ৬০ জন শ্রমিক নিয়ে কাজ চলছিল। দুপুরে সবাই খাবার খেতে বাসায় যায়। কারখানার ফিনিসিং কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।”
“অগ্নিকাণ্ডে একটি বায়ারের দ্বিতীয় তলার স্টোর রুম ও তৃতীয় তলার পরিদর্শন কক্ষ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো শ্রমিক আহত বা নিহত হননি।”