You have reached your daily news limit

Please log in to continue


প্রকাশ হলো সাব্বির নাসির-সম্পার ‘মনের ব্যথা’

জনপ্রিয় গীতিকার গোলাম মোর্শেদ। নব্বইয়ের দশকে তার লেখা গানে কণ্ঠ দেন দেশের প্রথম সারির শিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় শিল্পী সাব্বির নাসির এবং সম্পা বিশ্বাসের জন্য প্রথমবার ফোক গান লিখেছেন। নতুন এ গানটি প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘মনের ব্যথা’। রূপকের সুরে গানটির মিক্স, মাস্টারিং করেছেন সালমান জাইম । ভিডিও নির্মাণে কাজ করেছেন প্রীতুল, ইভান ও তাহসিন।

গানটি নিয়ে গোলাম মোর্শেদ বলেন, একদিন হঠাৎ শিল্পী সাব্বির নাসির এসে আমাকে একটি ফোক গান লেখার জন্য ধরলেন । এরপর প্রথমবারের মতো ফোক গান লিখলাম। গান হিট করার জন্য লিখিনি, যদি দশজন ও গানটি পছন্দ করেন তাহলে আমি স্বার্থক । তবে আমার বিশ্বাস গানটি অনেকেই পছন্দ করবেন।

শিল্পী সাব্বির নাসির জানান, মোর্শেদ ভাইয়ের কথায় এর আগে দুটি গান করেছি। এটা ভাইয়ের প্রথম লোকগান। মনের ব্যথা গভীর মরমী এক গান। রুপকের সুরে একটিমাত্র তারযন্ত্রে বাঁধা এ গান।গানের অধিকাংশ অংশ সম্পা বিশ্বাসের কন্ঠে গাওয়া । অসাধারণ গেয়েছেন উনি। আমি চেষ্টা করেছি সম্পার সাথে এ গানে সম্পূরক অংশ গুলোতে কন্ঠ দেবার। আশা করি লোকগানের শ্রোতা দের ভাল লাগবে গানটি।”

সম্পা বিশ্বাস বলেন, “ সাব্বির ভাইয়ের সাথে এর আগে চারটি ডুয়েট গান করেছি। বিনোদিনী রাই থেকেই শ্রোতা দর্শকদের ভালোবাসা পেয়েছে এই জুটি। গোলাম মোর্শেদ ভাইয়ের গীতিকবিতার সাথে সম্পৃক্ত হতে পেরে খুব ভাল লেগেছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন