সবশেষ মৌসুমে রেকর্ড ১৪তম বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। একই মৌসুমে জিতেছে রেকর্ড ৩৫তম লিগ শিরোপাও। দুই শিরোপা জয়ের পথে দলে বড় ভূমিকা রেখেছিলেন ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার এবার পুরনো ডেরা ছেড়ে যাচ্ছেন নতুন ঠিকানায়, বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। অর্থাৎ, ক্যাসেমিরোর নতুন ঠিকানা হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড! দিন দুয়েক আগে ইউনাইটেডের প্রতিনিধি দলকে মাদ্রিদে দেখা গিয়েছিল। তখনই তাকে ইউনাইটেডে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
ইএসপিএন জানিয়েছে, ইউনাইটেডের এই প্রস্তাব নিয়ে ভালোভাবেই ভাবছেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহ শেষের আগেই সিদ্ধান্ত নিতে চান ক্যাসেমিরো। তারই অংশ হিসেবে এই বিষয়ে গত বুধবার সন্ধ্যায় ক্যাসেমিরোর সঙ্গে রিয়াল মাদ্রিদের কথা হয়েছে। এবার ক্যাসেমিরো কথা বলবেন কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে। গেল মৌসুমে দারুণ পারফর্ম করলেও ক্যাসেমিরোর এই মৌসুমে দলে জায়গা পড়ে গেছে অনিশ্চয়তায়। চলতি দলবদলেই রিয়াল দলে ভিড়িয়েছে ফরাসি মিডফিল্ডার অহেলিয়াঁ চুয়ামেনিকে। আলমেরিয়ার বিপক্ষে লিগের প্রথম ম্যাচে ক্যাসেমিরোর জায়গায় চুয়ামেনিই খেলেছেন রিয়ালের হয়ে।