You have reached your daily news limit

Please log in to continue


‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হলেও বক্স অফিসে ঝড় তুলেছে এই দক্ষিণি ছবি

১১ আগস্ট ভারতে পালিত হয় রাখী বন্ধন। ১৫ আগস্ট ছিল স্বাধীনতা দিবস। মাঝে ছিল সাপ্তাহিক ছুটির দিন। এমন উৎসবের মৌসুমে রাখী বন্ধনের দিন মুক্তি পায় আমির খান, কারিনা কাপুর খানের বহুল আলোচিত ‘লাল সিং চাড্ডা’ ও অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’। মুক্তির পর নানা বিতর্কে জেরবার দুই ছবিই বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। দুই সিনেমারই এক হাজারের বেশি প্রদর্শনী বাতিল হয়। আমির, অক্ষয়ের মতো বড় তারকার ছবি যখন ব্যর্থ, তখন প্রায় কোনো প্রচার ছড়াই বাজিমাত করে যাচ্ছে একটি তেলেগু ছবি। অল্পসংখ্যক হলে মুক্তি পাওয়া ছবিটি এখন চলছে এক হাজারের বেশি প্রেক্ষাগৃহে। ছবিটি কিনতে রীতিমতো লড়াইয়ে নেমেছিল কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম।


১৩ আগস্ট মুক্তি পায় তেলেগু অ্যাডভেঞ্চার থ্রিলার ‘কার্তিকিয়া টু’। মাত্র ১৫ কোটি রুপি বাজেটের ছবিটিতে সেই অর্থে নেই বড় কোনো তারকা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিখিল সিদ্ধার্থ ও অনুপমা প্রেমামেশ্বরন। ভারতজুড়ে ব্যাপকভাবে পরিচিত তারকা বলতে অনুপম খের। তেলেগু ছাড়াও ছবিটির হিন্দি সংস্করণও মুক্তি পায়। কিন্তু ছবিটি মুক্তির পরই ঝড় তোলেনি; বরং প্রতিদিনই একটু একটু করে আয় বেড়েছে। প্রথম দিন মাত্র সাত লাখ রুপি দিয়ে শুরু করা ছবিটি এখন প্রতিদিন গড়ে আড়াই কোটি রুপি আয় করছে। সব মিলিয়ে প্রথম পাঁচ দিনে হিন্দি ও তেলেগু সংস্করণ মিলিয়ে ‘কার্তিকিয়া টু’ আয় করেছে ২৫ কোটি ৭০ লাখ রুপি। মাত্র ৩০০ হল দিয়ে যাত্রা শুরু করা ছবিটি এখন চলছে ১ হাজারের বেশি প্রেক্ষাগৃহে। আগামীকাল মুক্তি পাবে অনুরাগ কশ্যপ পরিচালিত, তাপসী পান্নু অভিনীত ছবি ‘দোবারা’। অনেক হলমালিক ‘দোবার’র বদলে ‘কার্তিকিয়া টু’ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হলেও হলসংখ্যা যেমন বাড়বে, তেমনি ৫০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করতেও সময় লাগবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন