কাতার বিশ্বকাপ দেখা যাবে বাংলাদেশের যে চ্যানেলে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ২১:৫৭

কাতার বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। এই বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে টি স্পোর্টস। আগামী ২০ নভেম্বর শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের মাটিতে হতে যাওয়া প্রথম বিশ্বকাপের প্রতিটি খেলা সরাসরি দেখা যাবে দেশের প্রথম স্পোর্টস চ্যানেলটিতে।


শুধু খেলা সম্প্রচারই নয়। এর পাশাপাশি চ্যানেলটির বিশ্বকাপ আয়োজনে থাকবে আরও চমক। চ্যানেলটির আয়োজনগুলোয় যোগ দেবেন ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলা সাবেক ফুটবলাররা।



টি স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক এই বিষয়ে জানান, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে এর আগেও বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। কিন্তু আমাদের ভাবনা এবার একেবারেই আলাদা। আন্তর্জাতিক বিভিন্ন স্পোর্টস চ্যানেলের সঙ্গে পাল্লা দেয়ার মতো অনুষ্ঠান নির্মাণ করতে চাই আমরা। সেভাবেই সব পরিকল্পনা হয়েছে। আশা করি টি স্পোর্টসের দর্শকরা গর্ব করার মতো অনুষ্ঠান পাবে।’


শোয়ের পাশাপাশি সেলেব্রিটি, ফুটবল ফ্যান ও টি স্পোর্টসের দর্শকদের নিয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করা হবে। বিশ্বকাপের তরতাজা সব খবর নিয়ে সাজানো হবে বিশ্বকাপ বুলেটিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us