‘আমাদের জন্য গর্বের ব্যাপার যে এত খেলা পেয়েছি’

যুগান্তর প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ১৮:৫২

একটা সময়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য অপেক্ষার প্রহর গুনতে হতো বাংলাদেশ দলকে। এখন এত বেশি খেলা যে বিশ্রামের ফুরসত নেই। টানা সূচির কারণে ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জিং। 



আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুসারে ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে ৩৪টি টেস্ট, ৫৯টি ওয়ানডে আর ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।


এছাড়া আইসিসি বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপতো রয়েছেই। 


ক্রিকেট কূটনীতির লড়াইয়ে জিতে এত বেশি খেলার সুযোগ পেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 


বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ক্রিকেটার শুধু নয়, কোচিং স্টাফদের কথা চিন্তা করুন, কেউ নিঃশ্বাস ফেলার সময় পাবে না। সবচেয়ে বেশি ম্যাচ এখন আমাদের। এখনকার এফটিপি অবিশ্বাস্য। আমরা সৌভাগ্যবান। যে পরিমাণ খেলা পেলাম, এতে অনেক ব্যাপার ফুটে ওঠে। আইসিসি বলেন বা অন্য দেশগুলো, তারা বাংলাদেশকে এখন গুরুত্ব দিচ্ছে। আমাদের সঙ্গে খেলতে চাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us