মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্তদের বিচারের মুখোমুখি করার আহ্বান ফখরুলের

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ১৭:৩৩

মানবাধিকার লঙ্ঘনে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে অবিলম্বে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি।’


বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ঢাকা সফরকারী জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার মিশেল বাশেলের প্রদত্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেন বিএনপির মহাসচিব।



মির্জা ফখরুল বিবৃতিতে উল্লেখ করেন, ‘সফরকারী জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার মিস মিশেল বাশেলে এবং তার টিম গত ১৪-১৮ আগস্ট বাংলাদেশ সফরে এসে এখানকার মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে গুম, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, বাকস্বাধীনতা, সভা-সমাবেশ, রাজনৈতিক নিপীড়ন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ নারীর প্রতি সহিংসতা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়ে গণমাধ্যমের কাছে লিখিতভাবে যে বক্তব্য দিয়েছেন তা দীর্ঘদিন ধরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিরোধী মত, জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন রাষ্ট্র কর্তৃক প্রকাশিত প্রতিবেদনেরই প্রতিচ্ছবি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us