বাংলা সিনেমার নবাব, বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রের আজ জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘদিনের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা স্বীকৃতি ও কোটি দর্শকের ভালোবাসা পেয়েছেন বাংলা চলচ্চিত্রের ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত প্রবীর মিত্র।
বর্ণিল অভিনয় জীবনে প্রায় চার শতাধিক সিনেমায় অভিনয় করেন প্রবীর মিত্র। স্কুলজীবনে প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে প্রহরীর চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র। এইচ আকবরের ‘জলছবি’ সিনেমা দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন তিনি।