বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের সময় কংক্রিটের গার্ডারচাপায় দুই শিশুসহ পাঁচজনের প্রাণহানি হলো। সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলো। কিন্তু এ কাজে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা কেউ দায় নিচ্ছেন না। ঘটনার প্রাথমিক তদন্তে সরকার শুধু দায় পেয়েছে ঠিকাদারের।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র বলছে, তদন্তের যে গতিপথ, তাতে সরকারি কর্মকর্তাদের দায়ী করার সম্ভাবনা কম। ঠিকাদারকে জরিমানা আরোপ করে দায় সারতে পারে সরকার। কারণ, তদন্ত কমিটির প্রধান নীলিমা আক্তার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তিনি বিআরটি প্রকল্পেরও সমন্বয়ক।
প্রকল্পের নির্মাণকাজ হচ্ছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, সেতু বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে। প্রতিটি সংস্থার আলাদা প্রকল্প পরিচালকসহ বাস্তবায়ন ইউনিট রয়েছে। তাদের মধ্যে সমন্বয় ও তদারকির জন্য নীলিমা আক্তারের নেতৃত্বে আছে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট।