অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে তুলকারম শহরের কাছে সহকর্মীদের গুলিতে ইসরায়েলি এক সেনা নিহত হয়েছেন। সোমবার রাতে পশ্চিম তীরের উত্তর সেক্টরে এ ঘটনা ঘটেছে। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, অধিকৃত পশ্চিম তীরের তুলকারম শহরের সিম জোন এলাকায় ঐ সেনা নিহত হয়েছেন।
তবে কি কারণে ঐ সেনাকে তারই সহকর্মীরা গুলি চালিয়েছেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। জানা গেছে, গুলিবর্ষণের পর আহত এক সেনাকে দ্রুত কাফর সাবা শহরের মেইর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত সেনার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে সামরিক বাহিনী তদন্ত শুরু করা হয়েছে।