You have reached your daily news limit

Please log in to continue


প্রথমবারের মতো মিয়ানমার সফরে জাতিসংঘের বিশেষ দূত

মিয়ানমারে জাতিসংঘের নবনিযুক্ত বিশেষ দূত নোয়েলীন হেইজার আজ মঙ্গলবার দেশটিতে সফর শুরু করেছেন। দুর্নীতির দায়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে জান্তার আদালতে আরও ছয় বছরের কারাদণ্ড দেওয়ার এক দিনের মাথায় তাঁর এ সফর শুরু হলো। খবর এএফপির।

গতকাল সোমবার রাতে জাতিসংঘ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ক্রমাগত অবনতির দিকে থাকা পরিস্থিতি মোকাবিলা, অবিলম্বে ব্যবস্থা নেওয়াসহ তাঁর কাজের বিভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলোকে আলোচনায় জোর দেবেন হেইজার।

হেইজার মিয়ানমারে সেনা সরকারের কোন কোন শীর্ষ নেতার সঙ্গে কথা বলবেন, তিনি সু চির সঙ্গে কথা বলতে চাইবেন কি না, সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এদিকে মিয়ানমারে জান্তার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আজ থেকে হেইজারের সফর শুরু হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

মিয়ানমারে চলমান সংকট নিরসনে জাতিসংঘ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) মধ্যস্থতায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তবে এ ক্ষেত্রে খুব সামান্যই অগ্রগতি হয়েছে। বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন সেনা জেনারেলরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন