You have reached your daily news limit

Please log in to continue


প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগোলেন ট্রাস

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের চেয়ে তিনি ২২ পয়েন্ট এগিয়ে। অপিনিয়াম রিসার্চ নামের একটি জরিপকারী প্রতিষ্ঠান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সদস্যদের নিয়ে জরিপ করেছে। গতকাল শনিবার প্রকাশিত তাদের জরিপের ফলাফলে এমনটাই দেখা গেছে।

অপিনিয়াম রিসার্চ বলেছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন, তা নির্ধারণ করবেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। অপিনিয়াম রিসার্চের জরিপে কনজারভেটিভ পার্টির মোট ৫৭০ জন সদস্য অংশ নেন। এর মধ্যে দলের নেতা নির্বাচনে কাকে ভোট দেবেন, সেই বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন ৪৫০ জন। তাতে দেখা যায়, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লিজ ট্রাসের সমর্থন ৬১ শতাংশ আর ঋষি সুনাকের ৩৯ শতাংশ। অন্যান্য জরিপেও সুনাকের চেয়ে ট্রাস বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত কে হতে যাচ্ছেন, তা নির্ধারিত হবে কনজারভেটিভ পার্টির প্রায় ২ লাখ সদস্যের ভোটে। একের পর এক বিতর্ক ও নিজ দলে মন্ত্রীদের বিদ্রোহের মুখে গত জুলাইয়ে বরিস জনসন ঘোষণা দেন। দলের সদস্যরা নতুন একজন নেতা নির্বাচিত করলেই তিনি পদত্যাগ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন