ভিডিও স্ট্রিমিং সেবা চালুর লক্ষ্যে এগোচ্ছে ইউটিউব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১৩:৩৩

ভিডিও স্ট্রিমিংয়ের জন্য একটি ‘অনলাইন স্টোর’ চালুর পরিকল্পনা করছে অ্যালফাবেট মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব।


এই পরিকল্পনায় অংশ নিতে বিনোদনভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে শুরু করেছে কোম্পানিটি, যেটিকে অভ্যন্তরীণভাবে ‘চ্যানেল স্টোর’ নামে ডাকছেন তারা। বিষয় সংশ্লিষ্ট কয়েকজনের বরাতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’।


প্রতিবেদন অনুযায়ী, আসন্ন শরত নাগাদ এই সুবিধা চালু করার লক্ষ্য নিয়ে ১৮ মাস ধরে কাজ করে যাচ্ছে প্ল্যাটফর্মটি।


এই প্রসঙ্গে রয়টার্স অ্যালফাবেট-এর মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগের তুলনায় আরও বেশি গ্রাহক এখন কেবল বা স্যাটেলাইট টিভি ছেড়ে গ্রাহক ভিত্তিক স্ট্রিমিং সেবায় যাচ্ছেন। ইউটিউবের এই সেবা চালু হলে এটি তাদের নিয়ে যাবে ‘রোকু ইনকর্পোরেটেড’ ও ‘অ্যাপল’-এর মতো প্রতিষ্ঠানের কাতারে, যার মাধ্যমে এরইমধ্যে অনেক প্রতিযোগীর ভীড়ে বাজারে নিজের অবস্থান তৈরির চেষ্টা করবে শীর্ষ এই ভিডিও সেবা।


এ সপ্তাহের শুরুতে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন বলছে, নিজস্ব মেম্বারশিপ সেবায় বিনোদন ভিত্তিক স্ট্রিমিং সেবা চালু করতে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছে ওয়ালমার্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us