ভালোবাসার মানুষকে সুখী দেখতে মানুষ কী না করেন। প্রয়োজনে তার সুখের দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়া যায়। এমনটা করলেন থাইল্যান্ডের পাথিমা চমনান। স্বামীকে খুশি রাখতে একজন 'সুন্দরী এবং শিক্ষিত' নারীকে নিয়োগ দিয়েছেন তিনি। এ ছাড়াও আরো দুইজনকে নিয়োগ দিয়েছেন নিজের কাজে সহযোগিতা পাওয়া জন্য।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ব্যাংককের বাসিন্দা ৪৪ বছর বয়সী পাথিমা চমনান সহযোগী নিয়োগ দেওয়া জন্য একটি ভিডিও বিজ্ঞাপন তৈরি করেন। কলেজ পাস করা তিনজন অল্পবয়সী, অবিবাহিত নারীর খোঁজ করেন তিনি। এই কাজের জন্য ১৫ হাজার বাথ (৪০ হাজারেরও বেশি টাকা) বেতন দেওয়ার কথা বলেন।
পাথিমা চমনান ভিডিওতে বলেন, ‘বেতনের পাশাপাশি বিনামূল্যে থাকার জায়গা এবং খাবার পাবেন। তবে আপনাকে আমাকে সাহায্য করতে হবে। আমার অফিসে নথিপত্রের কাজে সাহায্য করতে দু'জনকে নিয়োগ করা হবে। অন্য একজনকে আমাদের যত্ন নেওয়ার জন্য নিয়োগ করা হবে। আমার, আমার স্বামী এবং আমার সন্তানদের। ' তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার এবং আমার মধ্যে কোনোদিনও কোনও ঝগড়া হবে না। ' তিনি বলেন, 'প্রার্থীর সন্তান থাকলে চলবে না। কারণ সেটি একটি বোঝা হয়ে দাঁড়াতে পারে। তাদের ফিটফাট থাকতে হবে এবং গুছিয়ে কথা বলতে জানতে হবে। '
ওই নারী ভিডিওতে আরো বলেন, প্রার্থীদের পক্ষে আমার স্বামীকে খুশি করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার স্বামীকে সঙ্গ দিতে এবং বিনোদন দিতে পারদর্শী হতে হবে। তাই অবশ্যই একটি ভালো ব্যক্তিত্ব থাকতে হবে এবং মজার মানুষ হতে হবে।