পায়ের যত্নে পেডিকিউর উপকারী। তবে সাবধান না হলে ঘটতে পারে বিপত্তি।
সারাদিনের ক্লান্তি কমাতে আর পায়ের সৌন্দর্য রক্ষায় পেডিকিউর করা উপকারী। তবে সঠিক উপায়ে এবং পরিষ্কারভাবে করা না হলে তা নানানরকম সংক্রমণের কারণ হতে পারে।
নিউ ইয়র্কের ‘পডিয়াট্রিস্ট’ সুজান লেভিন পেডিকিউরের কয়েকটি ধাপ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে। এই সম্পর্কে ধারণা থাকলে পেডিকিউরটি সঠিক ও পরিচ্ছন্ন উপায়ে করা হচ্ছে কিনা তা বোঝা যাবে।
ডা. লেভিন বলেন, “অনেক সময় পেডিকিউরের পরে পায়ে ছত্রাক, নখে ব্যাক্টেরিয়া এবং আঁচিলের মতো সমস্যা দেখা দেয়। এর অন্যতম কারণ হল অপরিচ্ছন্ন পেডিকিউর।”