You have reached your daily news limit

Please log in to continue


দৈনিক মৃত্যু ২ হাজার ছাড়ালো, শনাক্ত পৌনে ৮ লাখ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৪৪ হাজার ৭৮৬ জনে। নতুন করে ৭ লাখ ৭৪ হাজার ৬৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ২১ লাখ ২৯ হাজার ৮৬ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১ লাখ ২ হাজার ৪৬০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৬ কোটি ৩৯ লাখ ৮৬ হাজার ৮১৮ জন।

 

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে একদিনে ৯৫ হাজার ৫৩০ জন সংক্রমিত এবং ৪২৯ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০৭ জন এবং মারা গেছেন ১০ লাখ ৬০ হাজার ৭৫৫ জন।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন