সেমিকন্ডাক্টর খাতে স্বনির্ভরতার পরিকল্পনা সফল হচ্ছে কি

বণিক বার্তা প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ০৮:৫৬

প্রায় বছর দেড়েক চেষ্টার পর বহুল প্রত্যাশিত যুক্তরাষ্ট্রের চিপস অ্যাক্ট অবশেষে পাস হয়েছে। সম্প্রতি হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এতে চূড়ান্ত সই করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় জনপ্রতিনিধি, শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও শিল্পপতিরা। কাঙ্ক্ষিত আইন পাস হলেও রাতারাতি সেমিকন্ডাক্টর খাতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্বের আসনে দেখছেন না সংশ্লিষ্টরা।


প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুমোদনের পর বাইডেনের স্বাক্ষরে বিলটি আইনে পরিণত হয়। এর ফলে সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও ভর্তুকির জন্য ৫ হাজার ২০০ কোটি ডলার ও অন্যান্য সুবিধা উন্মুক্ত হয়েছে।


সিএনবিসির প্রতিবেদনে জানা যায়, চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টে স্বাক্ষর অনুষ্ঠানে বাইডেন বলেন, ভবিষ্যৎ হচ্ছে ‘মেড ইন আমেরিকা’র। সেমিকন্ডাক্টর আবিষ্কারক দেশ যুক্তরাষ্ট্র এবং এ আইনের ফলে যুক্তরাষ্ট্রে আসছে সেমিকন্ডাক্টর শিল্প। তিনি আরো বলেন, প্রাপ্ত ভর্তুকি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে বা শেয়ার বাইব্যাক করায় ব্যয় করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us