হালদায় আবারও ভেসে উঠল মরা মা কাতল মাছ

প্রথম আলো প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৬:৪৫

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে এবার আরেকটি মরা মা কাতল মাছ ভেসে উঠেছে। নদী থেকে ১০ কেজি ৭০০ গ্রাম ওজনের মরা মাছটি উদ্ধার করেন স্বেচ্ছাসেবকেরা। আজ বুধবার সকাল ১০টার দিকে নদীর চট্টগ্রামের রাউজান অংশের গহিরা মোবারকখিল সোনাইর মুখ স্লুইসগেট এলাকার শাখা খাল থেকে মাছটি উদ্ধার করা হয়। মাছটি লম্বায় তিন ফুট।


এ নিয়ে গত দুই মাসে হালদা নদী থেকে মোট সাতটি মরা মা কাতল মাছ উদ্ধার করা হয়েছে।


স্থানীয় বাসিন্দা, নদীর স্বেচ্ছাসেবক ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে হালদা নদীর শাখা খালে মাছটি ভাসতে দেখে স্থানীয় লোকজন মৎস্য বিভাগের লোকজনকে খবর দেন। পরে স্বেচ্ছাসেবক ও মৎস্য অধিদপ্তরের লোকজন এসে দুপুরে মাছটি নদী পাড়ে মাটি চাপা দেন।


নদীর প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল সওদাগর প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা মরা মা মাছটি উদ্ধার করেন। কিছুটা পচে যাওয়ায় প্রশাসনের নির্দেশে তাঁরা সেটি মাটি চাপা দেন।


এর আগে গত ২৬ জুলাই নদীটির রাউজান ও হাটহাজারীর তিন স্থান থেকে তিনটি মরা মা কাতল মাছ উদ্ধার করা হয়েছিল। ২৫ জুলাই নদীর রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া স্লুইসগেট এলাকায় ৯ কেজি ১০০ গ্রাম ওজনের আরেকটি মরা মা কাতল মাছ উদ্ধার করেন স্থানীয় লোকজন।


৪ জুন রাউজানের উরকিরচর বাকর আলী চৌধুরী ঘাট এলাকা থেকে একটি মরা মা কাতল মাছ উদ্ধার করেন স্থানীয় লোকজন। ১ জুন হাটহাজারী উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়িঘোনা ঘাট এলাকা থেকেও একটি মরা মা কাতল মাছ উদ্ধার হয়। সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্র হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারে পাঠানো হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us