উয়েফা সুপার কাপ ফাইনালে ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় খেলা গড়াবে। তার আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির আশাবাদ, এবারের মৌসুমে তার দল আগেরবারের চেয়ে দ্বিগুণ ভালো ফলাফল করবে।
পিএসজি, চেলসি, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো জায়ান্টকে হারিয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছিল লস ব্লাঙ্কোসরা। লা লিগায় ১৩ পয়েন্টে এগিয়ে থেকে জিতেছিল ট্রফি।