বাংলাদেশের সঙ্গে এশিয়ার দুই জনবহুল এবং শক্তিশালী দেশ চীন ও ভারতের সুসম্পর্ক চলমান। বলা যায় দুটি দেশের সঙ্গেই সরকারের বিভিন্ন পর্যায় থেকে নিবিড় সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করা হচ্ছে। চীন ও ভারত দুই দেশই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই মুহূর্তে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় তুলেছে তাইওয়ান প্রশ্নে। এতটা উত্তেজনা বিগত কয়েক দশকে দেখা যায়নি। অথচ এই সময়েও ব্যস্ত চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বাংলাদেশ সফরটি বাতিল করেননি। এতেই বোঝা যায় বর্তমান চীন বাংলাদেশকে কতটা গুরুত্বের সঙ্গে দেখে থাকে।
গত এক দেড় দশক ধরে বাংলাদেশে চীনের নেতাদের আনাগোনা অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়েছে। চীনের শীর্ষ পর্যায়ের নেতারা সময়ে অসময়ে বাংলাদেশ সফরে চলে আসছেন। বিগত বেশ কয়েক বছর ধরে চীন না চাইতেই টাকার বস্তা নিয়ে হাজির হচ্ছে, বিশেষ করে মেগা প্রকল্পগুলোতে বিনীয়োগ করতে। সে সব কথায় পরে আসছি। অন্যদিকে ভারত বাংলাদেশে প্রয়োজন মনে করলেই অনুদান, ঋণ সহায়তা দিচ্ছে, রপ্তানি নিষিদ্ধ থাকতেও যখন বুঝতে পারছে একটি পণ্য বাংলাদেশের ভীষণ প্রয়োজন তখন নিষেধাজ্ঞা শিথিল করে বাংলাদেশকে আমদানির সুযোগ দিচ্ছে। এ সবই সুখের কথা। কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে কিছু সত্য যা বয়ান করা অতি প্রয়োজন।