চোখের চিকিৎসায় কন্টাক্ট লেন্স, যেভাবে ব্যবহার করবেন

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ০৯:৫৮

কন্টাক্ট লেন্স হলো চোখের লেন্স, যা চোখের কালো মণির সামনে লাগিয়ে চোখের দৃষ্টিস্বল্পতার চিকিৎসা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিৎসাতেও কন্টাক্ট লেন্স ব্যবহার করা হয়। কন্টাক্ট লেন্সের ব্যবহার


♦ যাঁরা চশমা পরতে চান না তাঁরা পাওয়ারযুক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। প্লাস, মাইনাস অ্যাসটিগমেটিক—সব ধরনের কন্টাক্ট লেন্স পাওয়া যায়।


♦ যাঁদের কালো মণিতে পুরনো ঘা আছে, চোখ খোলা ও বন্ধ করার সময় ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাঁদের ক্ষেত্রে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স ব্যবহার করা প্রয়োজন।


♦ চোখে চুন বা অন্যান্য ক্ষতিকর কেমিক্যাল পড়লে বিভিন্ন ধরনের ক্ষতি থেকে চোখকে রক্ষা করার জন্য চোখে কন্টাক্ট লেন্স দেওয়া যেতে পারে।


♦ কালো মণির পুরনো দাগ লুকানোর জন্য কসমেটিক কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে।


♦ জন্মগত চোখের ক্রটির জন্য যাঁরা আলোর প্রতি বেশি সংবেদনশীল, আলোতে যেতে পারেন না, তাঁরাও বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us