কপাল খুলবে পঞ্চাশের কম বয়সীদের

দেশ রূপান্তর প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ১০:০৪

তরুণ নেতৃত্বে ভরসা রাখতে চাচ্ছে দেশের অন্যতম প্রাচীন দল এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ৪০ থেকে ৫০ বছর বয়সের নেতাদের ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে।


আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অন্য অনেক যোগ্যতার সঙ্গে বয়সও নির্ধারক মাপকাঠি (ক্রাইটেরিয়া) হিসেবে বিবেচনা করা হবে।


তরুণ নেতৃত্ব গড়ে তোলার ব্যাপারে বিবেচক দৃষ্টি রেখেছেন আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা। বয়সের ব্যাপারটি তিনি ভাবছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য।


মনোনয়ন বোর্ডের সদস্যরা দেশ রূপান্তরকে বলেন, দলের সর্বশেষ সভাপতিম-লীর সভায় বয়স নিয়ে আলোচনা হয়েছে। দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত উল্লেখযোগ্যসংখ্যক নারীও এবার সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে পারেন বলে জানান তারা। কারণ, গণপ্রতিনিধিত্ব আদেশে (২০০৮-এর সংশোধনীতে) রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি থাকার বিধান রয়েছে। সেটি বাড়াতে দ্বাদশ সংসদ নির্বাচনে নারী নেতৃত্ব বেশি রাখা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us