You have reached your daily news limit

Please log in to continue


একদিনে ১৪০৪ জনের মৃত্যু, শনাক্ত ৫ লাখ ৭০ হাজার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৪০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৩৮ হাজার ৭৫২ জনে। নতুন করে ৫ লাখ ৭০ হাজার ৯৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনা শনাক্ত ৫৯ কোটি ছাড়িয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৩ লাখ ৬১ হাজার ৭২২ জনে। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১ লাখ ৩৯ হাজার ৬৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৬ কোটি ২১ লাখ ২১ হাজার ১৬৬ জন। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ব্রাজিলে। দৈনিক প্রাণহানির তালিকায় এরপরেই রয়েছে জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্সের মতো দেশগুলো। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৬ লাখ ৮০ হাজার ২৩৯ জনের হলো। এই সময়ে ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০৯ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৭৮০ জনে। দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৫৬৩ জনের এবং মারা গেছেন ১৫৪ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন