ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট কোয়েস্ট ওয়ানে ব্যাটল রয়্যাল গেম পপুলেশন: ওয়ানের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে মেটা। আগামী ৩১ অক্টোবর থেকে হেডসেটটির ব্যবহারকারীরা গেমটি চালু করতে ও খেলতে পারবে না। খবর ইটি টেলিকম।
গেমটির ডেভেলপার প্রতিষ্ঠান বিগবক্স ভিআর এক ঘোষণায় গেম চালু না করার বিষয়টি জানায়। তবে ভার্চুয়াল রিয়েলিটি রেডি কোনো ব্যক্তিগত কম্পিউটার থাকলে কোয়েস্ট ওয়ানের প্লেয়াররা গেমটি খেলতে পারবে বলে জানা গিয়েছে। এক আপডেটে প্রতিষ্ঠানটি জানায়, আমরা বিগ পপি তৈরি করছি, যা ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্মে মাল্টিপ্লেয়ার অভিজ্ঞতাকে বিস্তৃত করবে। পরবর্তী প্রজন্মের ফিচার ও প্রযুক্তিতে মনোনিবেশ করতে প্রতিষ্ঠানটি আগামী ৩১ অক্টোবর থেকে কোয়েস্ট ওয়ান ভিআরে সাপোর্ট বন্ধ করছে বলেও জানায়।