আইএমএফকে ডেকে আনা ভালো লক্ষণ নয়: রেজা কিবরিয়া

প্রথম আলো প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ২১:৪৬

দেশ কঠিন সমস্যায় পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি বলেছেন, ‘আমরা বিরাট একটি অর্থনৈতিক সমস্যায় পড়তে যাচ্ছি। আইএমএফকে ডেকে আনা ভালো লক্ষণ নয়। আমি (রেজা কিবরিয়া) আইএমএফে নিজেও চাকরি করেছি। একটা দেশ সুসময়ে আইএমএফকে ডাকে না। নিশ্চয় অনেক বড় বিপদে দেশ চলে যাচ্ছে।’


রাজধানীর রিপোর্টার্স ইউনিটে আজ সোমবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত–দলীয় জোটের ‘গণতন্ত্র মঞ্চ’ আত্মপ্রকাশ করেছে। এই অনুষ্ঠানে কথাগুলো বলেন রেজা কিবরিয়া। এই জোটভুক্ত দলগুলো হলো জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।


অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন, সরকার রিজার্ভ, মূল্যস্ফীতি ও জনশুমারি নিয়ে মিথ্যাচার করেছে।


অনুষ্ঠানে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব গণতন্ত্র মঞ্চের ঘোষণা দিয়ে বলেন, ‘ইতিহাসের অনিবার্য প্রয়োজনে এই মঞ্চ আত্মপ্রকাশ করল। কারণ, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ও ভোটে জালিয়াতি করে ক্ষমতায় টিকে আছে। কোনো ষড়যন্ত্র নয়, আমরা ওপেন (প্রকাশ্যে) ঘোষণা দিচ্ছি, তোমাদের (সরকার) ক্ষমতা ছেড়ে দিতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us