খাদ্যশস্য নিয়ে ইউক্রেন ছেড়েছে আরও ৪ জাহাজ

ঢাকা টাইমস প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ১০:০১

ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার টন ভূট্টা এবং অন্যান্য খাদ্য শস্য বহনকারী অঅরও চারটি জাহাজ রপ্তানির উদ্দেশ্যে ছেড়েছে। ইউক্রেনীয় এবং তুর্কি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।


রবিবার ইউক্রেনের ওদেসা ও চরনোমর্স্ক বন্দর থেকে জাহাজ চারটি রওনা দিয়েছে। এগুলো বসফরাস প্রণালী পাড়ি দিয়ে তুরস্কে যাবে। সেখানে রাশিয়া-ইউক্রেন শস্য রপ্তানি চুক্তির আওতায় জাহাজগুলোতে তল্লাশি চালানো হবে। এরপর দুটি হাজার তুরস্কে নোঙর করবে এবং বাকি দুটো ইতালি ও চীনে রওনা দেবে।


ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ বলেছেন, ‘চালান আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমরা ধীরে ধীরে বড় পরিমাণে কাজের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা অদূর ভবিষ্যতে প্রতি মাসে কমপক্ষে ১০০টি জাহাজ পরিচালনা করতে বন্দরগুলির সক্ষমতা নিশ্চিত করার পরিকল্পনা করছি।’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us