রশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরো বাড়াচ্ছে তুরস্ক। রাশিয়ার দাবি মেনে তারা গ্যাস কিনবে বলে ঠিক করেছে। গ্যাসের আংশিক দাম রুবল দিয়ে মেটানো হবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেছেন এর্দোয়ান।
রাশিয়া জানিয়েছে, পুটিনের সঙ্গে এর্দোয়ানের চার ঘণ্টা ধরে বৈঠক হয়েছে। তবে তুরস্ক গ্যাসের দামের কত শতাংশ রুবলে মেটাবে তা মস্কো বা ইস্তাম্বুল জানায়নি। এর্দোয়ানের এই সিদ্ধান্তে অ্যামেরিকা খুব একটা খুশি হবে না। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর অ্যামেরিকা তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। তারা চায়, বাকি দেশগুলিও যেন এই নিষেধাজ্ঞা মেনে চলে।