সমকালে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর রাবি প্রক্সিকাণ্ডের 'গডফাদার' মুসফিক তাহমিদ তন্ময়কে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময়কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।
গত ২৬ জুলাই রাবির ভর্তি পরীক্ষায় 'এ' ইউনিটে প্রক্সি দিতে এসে গেপ্তার হন রাবির ফোকলোর বিভাগের সাবেক শিক্ষার্থী ও তন্ময়ের বন্ধু বায়েজিদ খান। পরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, তন্ময় তাকে ভাড়া করে এনেছেন তানভীর আহমেদ নামের এক ভর্তিচ্ছুর প্রক্সি দেয়ার জন্য। পরে তাকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। এ ঘটনা নিয়ে সমকালে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। যেখানে তন্ময়ের শুধু একটি ব্যাংক হিসাব নম্বরে ৪২ লাখ টাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢোকার প্রমাণ পাওয়ার তথ্য প্রকাশ করা হয়। এ সংবাদ প্রকাশের পর তন্ময়কে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।