নিয়মিত অধিনায়ক ও তারকা অলরাউন্ডারকে ছাড়াই ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ২০:৫৩

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে এবার ওয়ানডের অপেক্ষায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে তার আগে একপ্রকার দুঃসংবাদই পেলো স্বাগতিকরা। ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনকে পাচ্ছে না জিম্বাবুয়ে।


হ্যামস্ট্রিংয়ের পুরোনো ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি আরভিনকে। তার জায়গায় ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন রেগিস চাকাভা। এছাড়া তারকা অলরাউন্ডার শন উইলিয়ামসও ব্যক্তিগত কারণে সিরিজটি থেকে ছুটি নিয়েছেন। উইলিয়ামসন ও আরভিনের জায়গায় ওয়ানডে দলে নেওয়া হয়েছে তাকুদওয়ানাশে কাইতানো ও তারিসাই মুসাকান্দাকে। এছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডের বাকি ১৩ জনের সবাই ওয়ানডে দলেও নিজেদের জায়গা ধরে রেখেছেন।


শুক্রবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় হবে প্রথম ম্যাচ। এরপর রবি ও বুধবার একই মাঠে, একই সময়ে মাঠে গড়াবে শেষ দুই ম্যাচ। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের স্কোয়াডরায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), ব্র্যাডলি ইভান্স, লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, তাকুদওয়ানাশে কাইতানো, ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্ডন শুম্বা। এসএএস/জেআইএম

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us