নিউজিল্যান্ডের একটি পানশালার কর্মী নিয়োগের অভিনব বিজ্ঞাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। নারী কর্মী নিয়োগের এই বিজ্ঞাপনে পানশালা কর্তৃপক্ষ তিনটি শর্ত জুড়ে দিয়েছে, যা রীতিমতো বৈষম্যমূলক বলে অনেকে সমালোচনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এই বিজ্ঞাপনের একটি ছবিতে দেখা যায়, নিউজিল্যান্ডের শান্ত শহর হকিটিকার একটি পানশালার দরজায় চাকরির বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে।
স্টাম্পার্স বার অ্যান্ড ক্যাফে নামের ওই পানশালার নারী কর্মী নিয়োগের বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ চলছে। আবেদন করুন। ‘ডাবল ডি আকারের স্তন’, ‘সুন্দর হাসি’ আর ‘ভালো আচরণ’— এই তিন বৈশিষ্ট্য থাকলে মিলবে চাকরি!’ চাইলে ছেলেরাও আবেদন করতে পারেন বলে নিচে উল্লেখ করা হয়েছে।