রাজধানীর বাজারে বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। অথচ বিক্রেতারা জানিয়েছেন, দুই সপ্তাহ আগেও ঢাকায় কাঁচা মরিচ বিক্রি হতো ১৪০ থেকে ১৬০ টাকা কেজি।
ঢাকার কারওয়ান বাজারের বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে।
কারওয়ান বাজারে কাঁচা মরিচের খুচরা বিক্রেতা আবদুর রহিম প্রথম আলোকে বলেন, তিনি আড়ত থেকে গতকাল বুধবার সকালে ৯৫০ টাকা পাল্লা (৫ কেজি) কাঁচা মরিচ কিনেছেন। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ তা ১ হাজার ১০০ টাকায় উন্নীত হয়। পরে তিনিও ২৪০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি করেন। মানিকগঞ্জ, ফরিদপুর, রংপুর, রাজশাহীসহ কয়েকটি জেলার কাঁচা মরিচ আসে কারওয়ান বাজারে।