অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ, রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন ইমরান খান

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ২১:৫৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে এবার অবৈধ তহবিল গ্রহণের অভিযোগ এনেছে দেশটির নির্বাচন কমিশন। দেশটির আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের জন্য এটি খুবই গুরুতর অভিযোগ।


কারণ, পাকিস্তানের আইনে দেশটির কোনো রাজনৈতিক দলের জন্য বিদেশি তহবিল নেওয়া পুরোপুরি নিষিদ্ধ। যদি কোনো দলের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে এবং তার সত্যতা প্রমাণিত হয়, সেক্ষেত্রে সেই দল ও দলের শীর্ষ নেতাকে রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করার বিধান রয়েছে।



সেই হিসেবে যদি পাকিস্তানের নির্বাচন কমিশনের অভিযোগের সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে ইমরান ও তার দল পিটিআইয়ের জন্য রাজনীতির দুয়ার বন্ধ হয়ে যেতে পারে।


ইলেকশন কমিশনের অভিযোগে বলা হয়, কমিশনের তিন সদস্যর একটি বিশেষ ট্রাইব্যুনাল সম্প্রতি জানতে পেরেছে যে— অতীতে বিভিন্ন সময়ে পিটিআই ৩৪ জন বিদেশি ব্যক্তি বা কোম্পানি থেকে তহবিল নিয়েছে। এবং দেশেটির বিভিন্ন ব্যাংকে অন্তত ১৩টি হিসাবে জমা রয়েছে সেই অর্থ। এসব হিসাব চালু রাখতে ব্যাংকগুলোকে যে হলফনামা সরবরাহ করা হয়েছে দলের তরফ থেকে, সেটিও ভুয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us