You have reached your daily news limit

Please log in to continue


বেসিনের পাইপ পরিষ্কার করার সহজ উপায়

রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হলো বেসিন। রান্না ও খাওয়ার সঙ্গে সম্পৃক্ত সব ধরনের ধোয়ার কাজ করা হয় এই বেসিনেই। অনেক সময় বেখেয়ালে আমরা বেসিনে ময়লাও ফেলি। ভাত, তেল-চর্বি, মাছের কাঁটা, সবজির টুকরা এসব জমে বেসিনের পাইপ বন্ধ হয়ে যেতে পারে। তখন আর সহজে পানি নিষ্কাশন হতে চায় না। 

লবণের ব্যবহার

প্রথমে বেসিনে এক কাপ লবণ ঢেলে দিন। এরপর তাতে এক হাঁড়ি গরম পানি ঢেলে দিন। এর মিনিট পাঁচেক পর ধুয়ে ফেলুন। এতে বেসিনের পাইপ দিয়ে পানি নিষ্কাশন সহজ হবে।

বেকিং সোডার ব্যবহারআধা কাপ বেকিং সোডা এবং ১/৪ কাপ লবণ একসঙ্গে মিশিয়ে বেসিনে ঢেলে দিন। এবার ১ কাপ ভিনেগার গরম করে বেসিনে ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে বেসিনের ড্রেনের অংশটি আটকে দিতে হবে। এভাবে রেখে দিন আধঘণ্টার মতো। এরপর সাবানের গুঁড়া বা লিকুইড সোপ দিয়ে বেসিন আলতো করে ঘঁষে নিন।

ফুটন্ত গরম পানি ব্যবহার

আটকে থাকা বেসিন পরিষ্কারের আরেকটি উপায় হলো ফুটন্ত গরম পানির ব্যবহার। চুলায় পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে দিন এক কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার। এরপর সেই পানি ধীরে ধীরে বেসিনে ঢালুন। এতে বেসিন পরিষ্কার হবে দ্রুত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন