দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তিন দিনব্যাপী বার্ষিক বৈঠক বসছে আগামী বুধবার। কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজিত এ বৈঠকে মিয়ানমারকে অংশ নিতে দিচ্ছে না আসিয়ান।
আজ সোমবার জোটের চেয়ারপারসনের মুখপাত্র জানান, বৈঠকে অংশ নিতে মিয়ানমারকে জান্তা সদস্য নন, এমন কোনো বেসামরিক প্রতিনিধিকে পাঠাতে বলা হয়েছিল। দেশটি এ প্রস্তাবে রাজি হয়নি। তাই এবারের বৈঠকে মিয়ানমারকে অংশ নিতে দেওয়া হবে না।
এবারের বৈঠকে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। তাই ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চীনের বিরোধের পরিপ্রেক্ষিতে এই বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে। এর মধ্যেই বৈঠকে মিয়ানমারকে অংশ নিতে না দেওয়ার খবর জানানো হলো।