ইতিহাসের সবচেয়ে ধনী

দেশ রূপান্তর প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ১৫:০০

ওয়াল স্ট্রিট, পেট্রো ডলার আর তথ্যপ্রযুক্তির ট্রিলিয়ন ডলার মার্কেটের যুগে আমাদের কল্পনাতেও আসে না এর থেকে সমৃদ্ধিশালী কোনো সময় মানব সভ্যতাতে ছিল। আশ্চর্যের ব্যাপার হলো মানব সভ্যতার সবচেয়ে ধনী ব্যক্তিটি এই সময়ের কেউ নন। তিনি বাস করতেন চতুর্দশ শতাব্দীতে, নাম মানসা মুসা। লিখেছেন বিপুল জামান


বর্তমানের ধনীরা


প্রতি বছর ফোর্বস ম্যাগাজিন ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে। তালিকায় কার নামটি প্রথমে এসেছে অর্থাৎ এই মুহূর্তে কে পৃথিবীর সবচেয়ে বেশি ধনী তা জানার কৌতূহল সবার থাকে। ২০২২ সালে ফোর্বস ম্যাগাজিনের ধনী ব্যক্তির তালিকার প্রথম নামটি ইলন মাস্কের। টেসলা, স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও মালিক এই ধনকুবেরের সম্পত্তির অর্থ মূল্য ২১৯ বিলিয়ন ডলার। ২০২১ সালে শীর্ষে অবস্থান করা অ্যামাজন সাম্রাজ্যের অধিকর্তা জেফ বেজোস এবার স্থান পেয়েছেন তালিকার দ্বিতীয় অবস্থানে। বারনার্ড আরনাল্ট ও তার পরিবার এবং বিল গেটস তাদের আগের অবস্থান ধরে রেখেছেন অর্থাৎ ২০২১ সালের মতো এবারও তারা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থান ধরে রেখেছেন। ২০২১ সালের সেরা ধনীর তালিকায় সেরা দশে আমাদের পাশের দেশ ভারতের ধনকুবের মুকেশ আম্বানি স্থান পেয়েছিলেন। ২০২২ সালে তার অবস্থান ধরে রেখেছেন। যদিও তার মোট সম্পত্তির অর্থমূল্য বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে তার মোট সম্পত্তির অর্থমূল্য ছিল ৮৪.৫ বিলিয়ন ডলার, ২০২২ সালে তার সম্পত্তির অর্থমূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯০.৭ বিলিয়ন ডলারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ২০২১ সালে ছিলেন পঞ্চম অবস্থানে। ২০২২ সালে তিনি নেই সেরা দশের তালিকায়। এত এত ধনীদের সম্পদ, আর উত্থান-পতন দেখে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এরাই কি সর্বকালের সেরা ধনী নাকি ইলন মাস্ক, জেফ বেজোসের থেকেও কোনো ধনাঢ্য ব্যক্তি ছিলেন অতীতে? যদি থাকেন তাহলে কে সেই সর্বকালের সেরা ধনী ব্যক্তি? ২০১৯ সালে বিবিসি প্রকাশ করেছিল সর্বকালের শ্রেষ্ঠ দশ ধনীর তালিকা। এই তালিকার শীর্ষে অবস্থান করছেন আফ্রিকার মালি দেশের চতুর্দশ শতাব্দীর রাজা মানসা মুসা। তার সম্পদের পরিমাণ অর্থনীতিবিদ ও ঐতিহাসিকদের পক্ষে পরিমাপ করা সম্ভব হয়নি। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন রোমান সম্রাট অগাস্টাস সিজার। ঐতিহাসিকদের মতে তার সম্পদের পরিমাণ ৪.৬ ট্রিলিয়ন ডলার। ঐতিহাসিক ও অর্থনীতিবিদদের মতে মানসা মুসার সম্পদ এর থেকেও অনেক বেশি। ১ হাজার বিলিয়ন সমান ১ ট্রিলিয়ন। ইলন মাস্কের সম্পদের মূল্য ২১৯ বিলিয়ন ডলার ধরে হিসাব করলে দেখা যায় অগাস্টাসের সম্পদের পরিমাণ তার থেকে ২১ গুণ বেশি। এই তুলনা থেকে বোঝা যায় সর্বকালের সেরা ধনীর তালিকার শীর্ষে থাকা আফ্রিকান রাজা মানসা মুসা বর্তমান ধনকুবেরদের তুলনায় কত বেশি ধনী ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us