কার্ব মার্কেটে ডলারের বিক্রি কম

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ১৫:৩৫

ডলার লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বৃদ্ধির মধ্যেই আজ কার্ব মার্কেটে ডলার বিক্রেতার সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। 


কার্ব মার্কেটে এখন ডলার বিক্রি হচ্ছে ১০৮ টাকায়।


তবে রাজধানীর পল্টন, মতিঝিল ও বায়তুল মোকাররম এলাকার বেশ কয়েকটি মানি চেঞ্জার প্রতিষ্ঠান জানিয়েছে, আজ সোমবার সকাল থেকে তারা ডলার কিনছে ১০৭ টাকা রেটে।



মতিঝিলের একটি মানি চেঞ্জার প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, আজকে বাজারে কাস্টমার আছে। ডলার কেনার জন্য অনেকেই আসছেন,তবে বিক্রি করার লোক কম। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির কারণে অনেক ব্যবসায়ীই ডলার কেনাবেচা করতে ভয় পাচ্ছেন।


এর আগে গত ২৬ জুলাই রেকর্ড ১১২ টাকায় পৌঁছেছিল ডলারের দাম। মনিটরিংয়ের কারণে পরদিন বুধবার দাম ১০৮ টাকায় নেমে আসে। বৃহস্পতিবার দাম ২ টাকা বেড়েছিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us