You have reached your daily news limit

Please log in to continue


মোসাদ্দেকের স্পিন ঝলকে সমতায় বাংলাদেশ

ম্যাচের শুরুতেই নড়েচড়ে বসার জোগাড়, প্রথম ওভারে বল হাতে মোসাদ্দেক হোসেন! তবে সেটি কেবল চমকের শুরু। মোসাদ্দেক বিস্ময় উপহার দিলেন বোলিং দিয়েই। ম্যাচের বয়স ৭ ওভার হওয়ার আগেই তার নামের পাশে উইকেট ৫টি! বাংলাদেশের জয়ও যেন লেখা হয়ে গেল সেখানেই। শুরুতেই খাদে পড়ে যাওয়া জিম্বাবুয়ে পরে আর চেষ্টা করেও পারল না লড়াইয়ে ফিরতে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।

ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে আগের ১১৪ টি-টোয়েন্টি ম্যাচে কখনোই এক ম্যাচে ২ উইকেটের বেশি নিতে পারেননি মোসাদ্দেক। এই সংস্করণে ১৯ আন্তর্জাতিক ম্যাচে তার মোট উইকেট ছিল স্রেফ ৭টি। সেই তিনিই এবার নতুন বলে চার ওভারের টানা স্পেলে ২০ রানে নেন ৫ উইকেট।

মোসাদ্দেকের ঝলকের পর সিকান্দার রাজার লড়াইয়ে জিম্বাবুয়ে যেতে পারে ১৩৫ পর্যন্ত। লিটন দাসের ঝড়ো ফিফটির পর বাংলাদেশ সেই রান পেরিয়ে যায় ১৫ বল বাকি রেখে।

মোসাদ্দেকের স্পিনে জিম্বাবুয়ের আঁধারে ডোবার শুরু ম্যাচের প্রথম বল থেকেই। বেশ বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন রেজিস চাকাভা। প্রথম ওভারের শেষ বলেই আরেকটি বড় ধাক্কা। আগের দিন ফিফটি করা ওয়েসলি মাধেভেরেও আউট অনেক বাইরের বলে আলগা শট খেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন