বরগুনা জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির নেতা ও পদবঞ্চিতদের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে পৌর শহরের ধর্মতলা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শতাধিক তরুণ লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে শহরের ধর্মতলা মোড়ে আসেন। এ সময় ভাঙচুরের চেষ্টা করলে ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে ফেলেন। পরে ধর্মতলা এলাকায় রাখা মোটরসাইকেলে ভাঙচুর ও কয়েকজনকে মারধর করেন এ তরুণেরা। এ সময় বর্তমান সভাপতি রেজাউল কবিরের কর্মীরা ধাওয়া দিলে হামলাকারীরা ইটপাটকেল ছুড়তে ছুড়তে বাজার সড়ক ধরে পূর্বদিকে চলে যান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।