ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন পূর্ব ডনেস্ক অঞ্চলে এখনও যেসব বাসিন্দা রয়ে গেছেন তাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার দিবাগত রাতে ভাষণে রুশ সীমান্তবর্তী অঞ্চলটিতে তীব্র লড়াইয়ের আভাস দিয়ে সতর্ক করেছেন তিনি।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এখন যত বেশি মানুষ ডনেস্ক অঞ্চল ছেড়ে যেতে পারবেন, তত কম লোক হত্যা করার সময় পাবে রাশিয়ান সেনাবাহিনী’।
লুহানস্ক ও ডনেস্ক এই দুই অঞ্চল মিলে ডনবাস। লুহানস্কের বেশিরভাগ জায়গায় তীব্র লড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। এখন ডনেস্ক নিয়ন্ত্রণে নিতে ভারী হামলা শুরু করেছে। এতে অঞ্চলটিতে থাকা ইউক্রেনীয়দের বাসিন্দাদের নিয়ে চিন্তিত কিয়েভ। রুশ বাহিনীর ধীরগতির অগ্রগতির মধ্যেও এই অঞ্চলে ভারী সংঘর্ষ শুরু হয়ে গেছে, ইতিমধ্যে কিছু এলাকার ভেতরে ঢুকে গেছে শত্রুপক্ষের যোদ্ধারা।