সৌদিতে আরো এক বাংলাদেশি হাজির মৃত্যু

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ১২:২৯

হজ পালন শেষে সৌদি আরবে আরো এক হজযাত্রী মারা গেছেন। এদিকে হজের পর দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ হজযাত্রী। আজ রবিবার (৩১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।


বুলেটিন সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৩০ জুলাই) মদিনায় মারা যান মেহেরপুর জেলার মো. আবু তালেব মোল্লা। তার বয়স হয়েছিল ৫৬ বছর। আবু তালেবের পাসপোর্ট নম্বর-EA0749782।


এদিকে গত ১৭ দিনে ১০৯টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি, সৌদি এয়ারলাইনসের ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট রয়েছে।    


গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।


এখন পর্যন্ত হজে গিয়ে সৌদিতে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ২৫। এরমধ্যে পুরুষ ১৮ ও মহিলা ৭ জন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় ৪ ও জেদ্দায় ২ জন মারা যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us