You have reached your daily news limit

Please log in to continue


উড়িষ্যায় দেখা মিললো ‘বিরল’ রঙের বাঘ

ভারতের উড়িষ্যা রাজ্যের সিমিলিপাল জাতীয় উদ্যানে বিরল একটি কালো রঙের বাঘ দেখা গেছে। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা সুশান্ত নন্দার টুইট করা ১৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, কালো রঙের বাঘটি একটি গাছে আঁচড় বসিয়ে চলে যাচ্ছে। বিরল এ বাঘের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নজর কেড়েছে।

সাদা বা সোনালি রঙের হালকা ত্বকে গাঢ় কালো ডোরাকাটা চেহারার বাঘ একেবারে বিরল। ভারতে আজ পর্যন্ত শুধু সিমিলিপালেই এ বাঘটি প্রথমবারের মতো দেখা গেছে।

টুইটারে বন্যপ্রাণীর মজার মজার ভিডিও শেয়ারের জন্য পরিচিত ওই কর্মকর্তা বলেছেন, কালো বাঘের অনন্য জিন রয়েছে। ভারতীয় টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ বিরল এ বাঘের বংশ রক্ষায় প্রস্তুত।

এ ধরনের কালো ডোরাকাটা বাঘের অন্যতম কারণ হলো জিনগত রূপান্তর। মিউটেশনের কারণে বাঘের স্বতন্ত্র কালো ডোরা বড় হয়ে যায় এবং কমলা রঙের ওপর তা ছড়িয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন