You have reached your daily news limit

Please log in to continue


জয়া আহসানের নতুন ছবিগুলো দেখেছেন কি

অনেক দিন পর উপস্থাপনা করতে দেখা গেল জয়া আহসানকে। গত শুক্রবার মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘হাওয়া’। এ উপলক্ষে ছবির কলাকুশলীদের সঙ্গে মাছরাঙা টিভিতে ‘হাওয়া-আড্ডা’ দেন অভিনেত্রী। মেজবাউর রহমানের পরের ছবি ‘রইদ’-এর প্রযোজক জয়া। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেশ কিছু নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

গত জুন মাসে জয়া অভিনীত শেষ ছবি ‘ঝরা পালক’ মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। কবি জীবনানন্দ দাশের জীবন অবলম্বনে নির্মিত ছবিতে কবিপত্নী লাবণ্যপ্রভা দাশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কবি জয় গোস্বামী, শিল্পী যোগেন চৌধুরীর মতো ব্যক্তিরা।

গত বছর জয়া অভিনয় করেন বাংলাদেশি সিনেমা ‘অলাতচক্র’–এ। আহমেদ ছফার একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমায় ক্যানসারে আক্রান্ত তরুণী ‘তায়েবা’ চরিত্রে অসাধারণ অভিনয় করেন তিনি। ছবিতে অভিনয়ের জন্য চলতি বছর মেরিল-প্রথম আলো পুরস্কারে জয়া পেয়েছেন তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার।

চলতি বছর ‘বিনি সুতোয়’ চলচ্চিত্রের জন্য আনন্দলোক সেরা অভিনেত্রী সম্মাননা পেয়েছেন জয়া আহসান। কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র, গার্গী রায় চৌধুরী, মধুমিতা সরকারের মতো কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের পেছনে ফেলে তিনি এ পুরস্কার অর্জন করেন।

৯ বছর ধরে পশ্চিমবঙ্গের সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করছেন জয়া। অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, অতনু ঘোষসহ পশ্চিমবঙ্গের প্রথম সারির প্রায় সব পরিচালকের সঙ্গেই অভিনয় করেছেন জয়া।

জয়া আহসান প্রাণী অন্তঃপ্রাণ। প্রাণীর প্রতি যেকোনো নিষ্ঠুরতার ঘটনার প্রতিবাদে বরাবরই উচ্চকণ্ঠ তিনি। এ জন্য তিনি পেয়েছেন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) সম্মাননাও।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দেবী’ দিয়ে প্রযোজক জয়া আহসানের পথচলা শুরু হয়। তাঁর প্রযোজিত দ্বিতীয় ছবি ‘রইদ’। চলতি বছর ইরানি চলচ্চিত্র পরিচালক মুর্তজা অতাশ জমজমের ‘ফেরেশতে’ ছবিতে অভিনয় করেছেন জয়া। বাংলাদেশ ও ইরান দুই দেশেই ছবিটি মুক্তি দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন