ব্যাকটেরিয়ার সংক্রমণে চোখে হতে পারে অঞ্জনি

কালের কণ্ঠ প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ১৬:৩১

চোখের পাতায় অঞ্জনি প্রধানত চোখের পাতার বিভিন্ন অংশে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ঘটে। চোখের পাতা বা আঁখি পল্লবের যে হেয়ার ফলিকল বা চুলের গোড়া আছে, যেমন—মাইবোমিন গ্রন্থি (তেলক্ষরণের গ্রন্থিগুলো, যা চোখের শুষ্কতা প্রতিরোধ করে) এবং ল্যাকরিমল বা অশ্রুসংক্রান্ত গ্রন্থি (চোখের জলক্ষরণের গ্রন্থি) এগুলো হলো চোখের পাতায় অঞ্জনি হওয়ার সাধারণ জায়গা।


লক্ষণ


চোখের পাতায় অঞ্জনির লক্ষণ ও উপসর্গগুলো স্থানভেদে বিভিন্ন হয়।


♦ ব্লেফারাইটিস—এটা হলো চোখের পাতার প্রান্তে চোখের লোমের বা চুলের গ্রন্থিকোষে অঞ্জনি। এর সাধারণ উপসর্গগুলো হলো লাল, ফোলা এবং চোখের পাতার গোড়া ব্যথা করা।


♦ চোখের গোড়া বা পাপড়ির ওপর মোটা আবরণ পড়া অথবা পরত পড়া।


♦ চোখে অস্বস্তি বোধ করা।


♦ আলোর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি অথবা অসহনশীলতা।


♦ প্রাথমিকভাবে চোখের পাতার আক্রান্ত স্থানে লাল ভাব এবং ব্যথা বোধ হয়ে থাকে।


♦ আক্রান্ত চোখের পাতা লাল হয়ে যায় এবং ফুলে ওঠে।


♦ স্টাই বেদনাদায়ক হয়ে থাকে ও কখনো কখনো পুঁজ বের হয়।


♦ আক্রান্ত হওয়া চোখে লাল ভাব এবং চোখ থেকে পানি পড়া।


কারণ


চোখের পাতায় অঞ্জনির মুখ্য কারণ হলো ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের কারণে সংক্রমণ। অন্য কারণগুলোর মধ্যে আছে―


♦ সেব্রোয়েক ডার্মাটিটিস


♦ রোজেশিয়া


♦ অস্বাভাবিক তেল নিঃসরণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us