পদ্মা সেতু চালু হওয়ায় জলপথের পর আকাশপথে যাত্রী পরিবহনেও প্রভাব পড়েছে। যাত্রী সংকটে আগামী ১ আগস্ট থেকে বরিশাল-ঢাকা রুটে বন্ধ করে দেওয়া হচ্ছে নভোএয়ারের ফ্লাইট। আর শুক্রবার (২৯ জুলাই) থেকে ফ্লাইট কমিয়ে আনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান।
তবে বেসরকারি প্রতিষ্ঠান ইউএসবাংলা তাদের নিয়মিত দুটি ফ্লাইট অব্যাহত রাখার পাশাপাশি বিমানের ফ্লাইট বন্ধ থাকার দিনগুলোতে তিনটি করে ফ্লাইট পরিচালনার কথা ভাবছে বলে জানিয়েছে বিমান বন্দর সূত্র।
নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনের সহকারী ম্যানেজার নীলাদ্রি মহারত্ন বলেন, পদ্মা সেতু চালুর পর থেকেই যাত্রী সংকট চলছে। কোনোভাবেই ফ্লাইটের খরচ উঠছে না। তারপরও যাত্রী সংকট কাটিয়ে ওঠার আশায় এতদিন ফ্লাইট চালিয়ে রাখা হয়েছে। কিন্তু সংকট না কাটার কারণে ১ আগস্ট থেকে বরিশাল-ঢাকা আকাশপথে নভোএয়ারের ফ্লাইট চলাচল আপতত বন্ধ রাখা হবে। যাত্রী সংকট কাটলে সরেজমিন পর্যবেক্ষণ শেষে আবার চালুর সম্ভাবনার কথা জানান তিনি।