একীভূত হতে পারে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার ও ওলা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে উবারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন ওলার মুখ্য কার্যনির্বাহী ভাবিশ আগারওয়াল।
ওই বৈঠকের সূত্র দিয়ে ভারতের দ্য ইকনোমিক টাইমস তাদের প্রতিবেদনে দুই সংস্থার একীভূত হওয়ার বিষয়ে লিখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ দুই সংস্থারই বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংকের চাপে চার বছর আগেও দুই প্রতিষ্ঠানের একীভূত হওয়ার বিষয়ে কথা হয়। তবে তখন কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠান দুটি।