ফ্রান্স সফরে গেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন তিনি। শুক্রবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৈঠক শুরু হওয়ার আগে ম্যাক্রোঁর সহযোগীরা জানান, সৌদি প্রিন্সকে মূলত তেলের উৎপাদন বাড়ানোর আহ্বান জানাবেন তিনি। ২০১৮ সালে সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর তুমুল সমালোচনার মধ্যে পড়েন যুবরাজ। ওই ঘটনার চার বছর না পেরোতেই চলতি মাসের শুরুতে সৌদি যুবরাজের সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাক্ষাতের পর তুমুল নিন্দার মুখে পড়ের তিনি।